পিকেএসএফ ও আদ্ দ্বীন যশোরের সহযোগিতায় মুসলিম এইড যশোর ক্যাম্পাসে ৩ মাস ব্যাপী ফ্রি মোবাইল ফোন সাভির্সিং প্রশিক্ষণ শুরু

0
301

প্রেস বিজ্ঞপ্তি : আদ্ দ্বীন যশোরের সহযোগিতায় সোমবার থেকে মুসলিম এইড ইন্সটটিটিউট অব টেকনোলজি – এমএআইটি যশোর ক্যাম্পাসে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী ফ্রি মোবাইল ফোন সাভির্সিং প্রশিক্ষণ কোর্স। সকালে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) নাজমুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউ কে প্রোগ্রাম অফিসার ইন্ট্রারন্যাশনাল (প্রোগ্রাম) মোশারফ হোসেন, আদ্ দ্বীন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ডিজিএম শহিদুল ইসলাম, এমএআইটি যশোর এ্যাডমিন অফিসার ইয়াহিয়া মোহাম্ম্দ খালেদ, এ্যাডমিশন এন্ড জব প্রেসমেন্ট অফিসার নূর ইসলাম, প্রোগ্রামের প্রশিক্ষক আজিম হোসেন মিন্টু প্রমুখ। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় বেসরকারী মানবিক উন্নয়ন সংস্থা আদ্ দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের সুবিধাভোগী পরিবারের বেকার সন্তানদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষজনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এ্যাক্সট্রিমলি পুওর পিপল ( পিপিইপিপি) ” প্রকল্পের আওতায় ৩ মাস ব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষনের মাধ্যমে এসব বেকার যুবকদের কর্মক্ষম করে তোলা হবে। প্রধান অতিথির বক্তৃতায় মুসলিম এইড এর কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম বলেন, মুসলিম এইড সরকারের বেকারত্ব দূরীকরণ প্রকল্পের অংশীদার। আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশের বেকার যুব সমাজকে হাতে কলমে বিভিন্ন প্রকারের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদেরকে কর্মক্ষম করে তোলার আপ্রাণ চেষ্টা করছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ বিশেষ মাত্র। আমরা বিশ^াস করি আজ থেকে মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিস এবং আদ্ দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার একত্রে মানবকল্যানে কাজ করার ব্রত গ্রহণ করলো। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ দিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here