পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব জিএম মাছুদুল আলম কে সংবর্ধনা

0
279

শ্যামনগর ব্যুরো ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাছুদুল আলম আবারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। চাঁদনীমুখা পিজে আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে ৯ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি পুনরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম। প্রধান বক্তা ছিলেন- মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামনগর উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মনজুর এলাহী। অনুষ্ঠান শুরুতে বক্তব্য পর্বের পূর্বে অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা সংবর্ধিত অতিথিকে পুষ্পস্থাবক ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। এসময় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ কয়েকশত সাধারন জনগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদনীমুখা এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুর মোহাম্মাদ, আলহাজ্ব ডাঃ মাহফুজুর রহমান, চাঁদনীমুখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মুহসিন হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জিএম শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জিএম মহিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জিএম জহুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জিএম শরিফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহজাহান সিরাজ, জেলা সমাজ সেবক ইয়াছিন আরাফাত, মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদ, শিক্ষক খায়রুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ খালিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here