সাগর থেকে ২০ জেলেসহ হারিয়ে যাওয়া ফিশিং ট্রলার উদ্বার করলো মোংলা কোস্টগার্ড

0
260

মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরের গহিনে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে হারিয়ে যাওয়া ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দিলেন মোংলা কোষ্টগার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এ সকল জেলেদের মালামালসহ তাদের মালিকেরা বুঝে নেন। গত ১১ ডিসেম্বর সাগরের গহিন থেকে ট্রলারসহ হারিয়ে যান ফিশিং ট্ররার এফ বি আল্লার দান”সহ ২০ জেলে। ভোলা থেকে গত ডিসেম্বর মাসের প্রথম দিকে এফ বি আল্লার দান” নামের একটি ফিশিং ট্রলার বোঝাই ২০জন জেলে বঙ্গোপসাগরের গহিনে মাছ ধরতে যায়। ১১ ডিসেম্বর রাতে হঠাৎ ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে চরম সংকটে পড়ে ১৫ দিন ভাসতে থাকে এসকল জেলেরা। এক পর্যায়ে তাদের খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুড়িয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন তারা। পরে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায় বাংলাদেশী জেলেসহ ফিশিং ট্রলারটি। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিশিং ট্রলারসহ ২০ জেলেদের সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বাংলাদেশী কোস্টার্ডকে খবর দেয়। সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি (রবিবার) দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে ট্রলারসহ এসকল জেলেদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here