মালিকুজ্জামান কাকা : যশোর জেলা জুড়ে ৭৪৫ হেক্টর জমিতে গম চাষের ল্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। অতিরিক্ত ফলন অর্জন করার উদ্দেশ্য সফল করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের গম চাষে সবধনের সহায়তা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জেলায় ২ হাজার প্রান্তিক গমচাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় উপজেলাভিত্তিক গম চাষের জমির ল্যমাত্রা হচ্ছে, যশোর সদর উপজেলায় ১১০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৭০ হেক্টর, কেশবপুর উপজেলায় ২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ১০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৮০ হেক্টর, চৌগাছা উপজেলায় ১৭৫ হেক্টর, শার্শা উপজেলায় ২৫০ হেক্টর এবং বাঘারপাড়া উপজেলায় ৩০ হেক্টর। উল্লিখিত পরিমাণ জমি থেকে হেক্টর প্রতি ৩ দশমিক ৩৯ টন হিসেবে জেলায় চলতি রবি-২০২১-২০২২ মৌসুমে ২ হাজার ৫২৯ টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। গম চাষে উৎসাহিত করার ল্েয জেলার ২ হাজার প্রান্তিক গম চাষিকে এক বিঘা জমির বিপরীতে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে প্রদান করার করা হয়েছে। যশোর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস জানান, গম চাষের েেত্র পানির প্রয়োজন কম হওয়ায় জেলায় ক্রমাগত গম চাষের েেত্র আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। তিনি আরো জানান, দেশের চাহিদা অনুযায়ী গম যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয় দেশের কৃষকেরাই যাতে গম চাষে সফলতা নিয়ে আসেন সে বিষয়টি কৃষি বিভাগের মাঠ কর্মীরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। যশোরে গম চাষের আলোচিত একটি এলাকা শার্শা চৌগাছা উপজেলা। চৌগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে নানা জাতের গম চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ হেক্টর কম। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার প্রতিটি গ্রামে এমন এক সময় ছিল যখন ব্যাপকভাবে গম চাষ হতো। কিন্তু ৬/৭ বছর আগে ছত্রাকজনিত ব্লাস্ট রোগের প্রভাবের কারণে উপজেলার শত শত বিঘা জমির গম নিমিষেই শেষ হয়ে যায়। খরচ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলের মাটি গম চাষের উপযোগী। উপজেলার প্রতিটি ইউনিয়নে কম-বেশি গমের চাষ হলেও সুখপুকুরিয়া ইউনিয়নে এ বছর সবচেয়ে বেশি গম চাষ ল করা গেছে। সুখপুকুরিয়া ইউনিয়নে চলতি মৌসুমে ৯০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। এ ছাড়া স্বরূপদাহ ইউনিয়নে ৪৪, পাশাপোল ইউনিয়নে ২২ ও পৌর এলাকার মাঠগুলোতে ১৭ হেক্টর জমিতে চাষ হয়েছে গম। মাটির গুণাগুণ ভেদে নানা জাতের গম চাষ করা হয় বলে জানান স্থানীয় কৃষকরা। তবে এ বছর বিআর ২৬, ২৭, ২৮, ৩০ ও ৩৩ জাতের গম চাষ মাঠে বেশি ল করা যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে, ১৯৯৮ সাল থেকে পরবর্তী সময়ে দেশে বেশ কিছু উচ্চ ফলনশীল, তাপ সহিষ্ণু ও রোগ-প্রতিরোধী জাত উদ্ভাবন ও কৃষক পর্যায়ে হস্তান্তর হওয়ায় গমের আবাদ, উৎপাদন ও ফলন সে সময় থেকে দিন দিন বৃদ্ধি পেতে থাকে। মাটির গুণাগুণ ও আবহাওয়া বিবেচনায় নানা ধরনের গম চাষ হয়। উঁচু ও মাঝারি দোআঁশ মাটি গম চাষের জন্য বেশ উপযোগী। গম রোপনের উপযুক্ত সময় হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তবে তাপসহনশীল জাত ডিসেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে বপন করা যায়। কৃষকরা জানান, গম চাষ করতে হলে সেচসহ নির্ধারিত সময়ে ইউরিয়া সারের দুই-তৃতীয়াংশ, টিএসপি ও এমপি দিতে হয় এবং জমি চাষের আগেই জিপসাম প্রয়োগ করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এরপর নিয়ম মাফিক পরিচর্যা করলে েেত ভালো ফলন আশা করা যায়। গমের ব্লাস্ট রোগ ও গম চাষ সম্পর্কে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রইচউদ্দিন বলেন, বাংলাদেশে সর্বপ্রথম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এটা মোট গম আবাদি জমির প্রায় তিন শতাংশ। গমের জাত ও বপনের সময় ভেদে রোগের মাত্রা ও ফলনের তারতম্য ল করা যায়। এ রোগের কারণে আক্রান্ত গমের ফলন শতকরা ২৫ থেকে ৩০ ভাগ কমে যায় এবং ত্রে বিশেষে কোনো কোনো েেতর ফসল প্রায় সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















