যশোরে আদ্-দ্বীন মেডিকেলের ভারতীয় শিক্ষার্থীর আত্মহত্যা

0
588

স্টাফ রিপোর্টার : যশোর শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১) আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকাল কলেজের ৫ম তলায় হোস্টেলের বাথর“মের মধ্যে আত্মহত্যা করেন তিনি। সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর আদ্-দীন সখিনা সখিনা মেডিকেল কলেজের অধ্য অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ভোরে হাউজ কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে সীমা জোহরাকে উদ্ধার করে অফিস সহায়ক আব্দুল্লাহকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, সকাল ৭টা ২০ মিনিটে দিকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই। উল্লেখ্য আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রী সীমা জোহরা দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল তার পরীা দেয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here