করোনা সংক্রমণ অধিক ঝুঁকিপূর্ণ যশোর জেলা

0
348

যশোর ডেস্ক : করোনা সংক্রমণ বাড়ায় ঢাকাসহ দেশের ১২ টি জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য মতে গত ১ সপ্তাহে সংক্রমণ বেজেড়ে ২২২ শতাংশ। ঢাকা রাঙ্গামাটি যশোর জেলাসহ ১২ জেলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর সবুজ জোনে রয়েছে ১৬ জেলা। এদিকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ। এর আগে ১২ জানুয়ারি ঢাকা ও রাঙ্গামাটি কে রেড জোনার আওতায় আনা হয়। অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো— গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া বগুড়া, দিনাজপুর, রাঙ্গামাটি, লালমনরিহাট, খাগড়াছড়ি, পঞ্চগড় সহ রেড তালিকায় থাকা ঢাকা ও রাঙ্গামাটি। প্রতিষ্ঠানটির তথ্যে মোতাবেক , রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ এবং রাঙ্গামাটিতে ১০ দশমিক ৭১ শতাংশ। এছাড়াও অধিক ঝুঁকি পূর্ণ চট্টগ্রামে শনাক্তের হার ১৪.৪৮ শতাংশ, গাজীপুরে ১০ দশমিক ৪৯, রাজশাহীতে ১৪.৭৪ শতাংশ, যশোরে ১১ দশমিক ২১, কুষ্টিয়াতে ১১.৩৮ শতাংশ বগুড়াতে ১১.৮৪ শতাংশ, দিনাজপুরে ১১.২৬ শতাংশ, লালমনরিহাটে ১০ দশমিক ৭১, খাগড়াছড়িতে ১০ দশমিক ১৯ শতাংশ, পঞ্চগড়ে ১০ দশমিক ৩৮ শতাংশ। হলুদ জোন অর্থাৎ মধ্যম ঝুঁকিতে ৩২ জেলা— এসব জেলার শনাক্তের হার ৫ – ১০ শতাংশের মধ্যে। এগুলো হলো খুলনা, বরিশাল, সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি, ঠাকুরগাঁও। এছাড়াও ঝুঁকিমুক্ত ১৬টি জেলায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে। এগুলো হলো- রাজবাড়ী,মেহেরপুর,ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, ভোলা, নেত্রকোনা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, চুয়াডাঙ্গা, নীলফামারী, ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here