সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউপি নির্বাচনে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় রাখা ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসকাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আব্দুল আজিজের পুত্র ও নবনির্বাচিত সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২০ সেপ্টম্বর ২০২১ তারিখে প্রথম ধাপে অনুষ্ঠিত তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন নির্বাচনে মটরসাইকেল প্রতীক নিয়ে আমি সর্বোচ্চ ৫৬৪৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। গত পহেলা নভেম্বর ২০২১ তারিখে আমি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিয়ে সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের পরাজিত প্রার্থী আব্দুর রব পলাশ আমাকে হয়রানি করার জন্য ভোট পুন:গননার দাবিতে সাতক্ষীরা ইলেকশন ট্রাইব্যুনালে ২/২১ নং একটি আপিল মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ভোটের ব্যালট আদালতে নিয়ে আসার জন্য নির্দেশ দেন বিজ্ঞ বিচারক নাসির উদ্দীন ফরাজি। সে অনুযায়ী তালা উপজেলা নির্বাচন অফিসে গত ২০ জানুয়ারী ২০২২ তারিখে ভোটের প্রাপ্ত ফলাফল ব্যালটের বস্তা মুখ খোলা অবস্থায় জানালার পাশে অরক্ষিত অবস্থায় রাখা হয়। আদালতে আনার সময় ৫টি ব্যালট ভর্তি বস্তার মুখ খোলা অবস্থায় দেখে স্থানীয় জনতা তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের কাছে অভিযোগ জানালে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা পান। এরপর বেলা ১১টার দিকে আদালতে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিগন ব্যালট বস্তা নিয়ে যান। আদালতের বিজ্ঞ বিচারক সদর সিনিয়র সহকারী জজ নাসির উদ্দীন ফরাজি, উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে ব্যালট ভর্তি বস্তা অরক্ষিত দেখে এসসিসি ৮২/২২ নং আদেশে দুপুর ২.৪৫ মিনিটে গ্রহণ না করে ফেরতের নির্দেশ দেন। তিনি বলেন, আমাকে হয়রানি করার জন্য কালো টাকার বিনিময়ে প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী মামলাবাজ খ্যাত আব্দুর রব পলাশ উপজেলা নির্বাচন অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগসাজস করে স্টোর রুমের বস্তার মুখ খুলে ব্যালট পেপার নষ্ট করার ষড়যন্ত্র চালিয়েছেন। তালার সরুলিয়া ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনগণ স্বতঃস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী আব্দুর রব পলাশ জনগনের মতামতকে উপেক্ষা করে কৌশলে ভোটের ফলাফল পাল্টে দিতে চান। প্রকৃতপক্ষে জনগনের মন অন্যদিকে ঘোরানোর জন্য তিনি মিথ্যা মামলা ও হয়রানি করছেন। আমি ভোটে বিজয়ী হওয়ার পরে আব্দুর রব পলাশ ফুলেল মালা দিয়ে আমাকে বরন করেন এবং মিষ্টি মুখও করান। তিনি আরো বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার আমাকে জড়িয়ে তিনি একটি মিথ্যা বানোয়াট, মনগড়া কল্পনাপ্রসূত সাংবাদ সম্মেলন করেছেন। আমি ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটের দিন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া গত ২০ জানুয়ারী ২০২২ তারিখে আমি আদৌ তালা উপজেলায় যাইনি। আদালতে ধার্যদিন থাকায় আমি আদালতে ওই দিন হাজির ছিলাম। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















