পারুলিয়াতে গ্রাম পুলিশের মহল ডিউটি শুরু

0
387

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ পুলিশ – গ্রামপুলিশ বেঁধেছে জোট দুস্কৃতিকারীরা ঘরে ওঠ, আইন কৃঙ্খলা ও জনগণের জানমাল নিরাপদ নিশ্চিত করার ল্েয এবং সম্প্রতি চুরি ডাকাতি ছিনতাই মাদক দ্রব্য সেবন ও বিক্রয় বৃদ্ধি পাওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ র নির্দেশে পারুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সার্বিক সহযোগিতায়, এস আই আব্দুর রহিমের দিক দর্শনায় দফাদার নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গে গ্রাম পুলিশ ফোর্স নিয়ে গ্রামে গ্রামে পাড়ায়-পাড়ায় মহাল ডিউটি করেন।
২১ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত্রী দেবহাটা পারুলিয়া ইউনিয়নে গ্রাম পুলিশেরা সম্প্রতি চুরি ডাকাতি ছিনতাই মাদক দ্রব্য সেবন ও বিক্রয় বেড়ে যাওয়ায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ র নির্দেশে আইনকৃঙ্খলা ও জনগণের জানমাল নিরাপদ নিশ্চিত করার ল্েয দফাদার নুরুল ইসলামের নেতৃত্বে গ্রাম পুলিশ ইউনুস আলী, আব্দুল কাদের, আব্দুর রহমান, জহুরুল ইমলাম, শেখ আজমুল হোসেন ও আলামিন মোল্লা পারুলিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় টহল ডিউটি করেন। পরবর্তী নির্দেশ না পায়া পর্যন্ত এই ডিউটি অব্যাহত থাকবে বলেন জানান দফাদার নুরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here