গোপিনাথপুর থেকে পাটকেলঘাটা পর্যন্ত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ঝুঁকিপূর্ণ

0
474

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা গোপিনাথপুর পাওয়ার গ্রেড পাওয়ার হাউজ থেকে পাটকেলঘাটা পল্লী বিদূৎ সমিতি ৩৩হাজার ভোল্টের পোল ৮কিঃ মিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গা ঘেষে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সংযোগ নেওয়ায় বিপদজনক হয়ে উঠেছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তথ্য অনুসন্ধানে জানাগেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে ২৪ ঘন্টা দুর পাল্লার পরিবহন ভোমরা স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক মালামাল নিয়ে, লোকাল বাস যাত্রী নিয়ে, এছাড়া ছোট বড় মিলে হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায়ই বাস ট্রাকের চালকরা পাল্লা দিয়ে আগে উঠার চেষ্টা করে। এতে করে চালকেরা নিয়ন্ত্রন হারিয়ে উক্ত ৩৩ হাজার বিদ্যুতের পোলের গা ঘেষে বাস ট্রাক খাঁদে পড়তে দেখা যায়। উক্ত বাস ট্রাক বিদ্যুতের পোলে ধাক্কা খায় তাহলে পোল ভেঙ্গে যাত্রীবাহী বাসের উপরে পড়লে তখন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তখন এই দূর্ঘটনার দ্বায় দায়িত্ব কী পল্লী বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ নেবে ? এব্যাপারে পাটকেলঘাটা এলাকার অভিজ্ঞমহলের অভিযোগ এ ৩৩ হাজার বিদ্যুতের পোল সরিয়ে সড়ক ছাড়া ২শত গজ দূর দিয়ে সংযোগ নেওয়ার আহবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here