মহেশপুরে ৭১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

0
269

মহেশপুর (ঝিনাইদহ) অফিস : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিরির হাতে এক বছরে জব্দকৃত ৭১ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার সকালে বিজিবি হেড কোয়াটারে এসব মাদক ধ্বংস করা হয়। এতে ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিচুজ্জামান, মহেশপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) কাজী আনিসুল ইসলাম, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, মহেশপুর প্রেসকাবের সভাপতি আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হুমায়ুন কবির, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লা আল মামুন, মহেশপুর থানার ওসি(তদন্ত) ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জব্দকৃত ১৩,২২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩২৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ১৬১.৫৭৯ কেজি গাজা এবং ৩,৭৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭১ লাখ ৮ হাজার ৫শ ২৬ টাকা। অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, গত এক বছরে মাদকদ্রব্য জব্দ করা হলেছিলো। সরকারী কর্মকর্তাদের উপস্থিতে এসব মাদক ধ্বংস করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here