বড় মেঘলা গ্রামে মারপিটের পর বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

0
305

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বড় মেঘলা গ্রামে দু’নারীকে মারপিট করে হাসপাতালে পাঠিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় চাঁচড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে ভুক্তোভোগী নারী রওশনআরা বেগমের ছেলে জয়নাল সরদার।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরধরে ৪ ফেব্রুয়ারি সকালে বড় মেঘলা গ্রামের ইউনুছ আলী, আবুল কালাম, মেহেদী, হুমায়ুন, শাহারিয়া, মাসুম, তুহিনসহ ৯/১০ রাশিদা খাতুনের বাড়িতে হামলা করে তাকে ও তার ছেলে ইয়াছিন আরাফাতকে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় রওশনআরা বাধাদিতে এলে হামালাকারীরা তাকেউ পিটিয়ে জখম করে। পরে পরিবারের অন্যে সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় বাড়িতে কেউ না থাকায় আসামীরা তাদের বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপার চালায়।
চাঁচড়া ফাঁড়ির এসআই আনারুল ইসলাম জানান, এ ঘটনায় চাঁচড়া ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here