দেবহাটার বিভিন্ন এলাকায় ছোয়াবের পে ডিপটিওয়েল প্রদানের কার্যক্রম

0
355

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ পানির এক নাম জীবন।পথচলার পথে মধ্যে জনমানুষের জীবন বাচাতে আগ্রহ নিয়ে ডিপটিওয়েল প্রদানের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাতীরা জেলার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে প্রয়োজন মোতাবেক ছোয়াবের প্রতিনিধি মনিরুজ্জামান দায়িত্ব পালন করে এই ডিপটিওয়েল প্রদান করে যাচ্ছে। এই ছোয়াবের চেয়ারম্যান রাশেদুজ্জামান। এলাকায় যে ডিপটিওয়েল প্রদান করা হচ্ছে, বিভিন্ন এলাকার মানুষের পে ছোঁয়াবের স্বাগতম জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here