প্রেমবাগ বাওড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে দিনব্যাপী অভিযান

0
255

মিজানুর রহমান লিটন, প্রেমবাগ ও বসুন্দিয়া প্রতিনিধি ॥ যশোরের অভয়নগর উপজেলাধীন প্রেমবাগ বাওড়ের অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে দিনব্যাপী আকস্মিকভাবে অভিযান চালানো হয়েছে। অভয়নগর উপজেলা এসি ল্যান্ড কর্মকর্তা তানজিলা আক্তারের নেতৃত্বে অভিযানে সার্ভেয়ার সাইফুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফারুক হোসেন, চাঁপাতলা ক্যাম্প ইনচার্জ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ভূমি কালেকশন হিসেবে প্রায় ১১০ একর বিশিষ্ট প্রেমবাগ বাওড়ের অবৈধভাবে দখলকৃত জলাশয় থেকে বিভিন্ন প্রজাতীর মাছ জব্দ করা হয়। উল্লেখ্য, প্রেমবাগ গ্রামের সৈয়দ বিল্লাল হোসেন, সৈয়দ সামছুল আলম (বাবলা), সৈয়দ শাহাবুদ্দিন হোসেন, সৈয়দ কামরুল আলম, শেখ তবিবার রহমান, আজাদ মিনে, মহসীন, মান্নান ও রানা বাওড়ের প্রায় সম্পূর্ণ অংশ এবং সদর উপজেলাধীন বসুন্দিয়ার সদুল্যাপুর গ্রামের তুহিন খান বাওড়ের কিছু অংশ দির্ঘদিন যাবত দখল করে মাছ চাষের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। উপজেলা পরিষদের পক্ষ বাওড়টি দখলমুক্ত করার লক্ষ্যে উল্লেখিত ব্যক্তিদেরকে মৌখিকভাবে বারবার তাগাদা দিলেও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতি কোন গুরুত্বারোপ করেননি। অবশেষে সরকারি নিয়ামানুযায়ী আকস্মিকভাবে এই ভূমি কালেকশনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান এসি ল্যান্ড কর্মকর্তা তানজিলা আক্তার। অবৈধ দখলে নেওয়া সরকারি বাওড়ের মাছ জব্দের পর তা বাজারে নিয়ে বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here