র‌্যাব-৬, যশোর এর অভিযানে ০৭ টি গাঁজার গাছ সহ ০১ জন গ্রেফতার

0
226

১। র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। ঘটনার বিবরণঃ গত ১৮/০২/২২ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২১.৪৫ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার মনিরামপুর থানাধীন পলাশী সাকিনস্থ ধৃত আসামীর বসত বাড়ীর পশ্চিম পাশের্^ নিজের চাষাবাদকৃত ড্রাগন ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে আসামী ১। শ্রী স্বপন মন্ডল (৪৫), পিতা- মৃত বলায় মন্ডল, মাতা- বাসন্তি মন্ডল, সাং- পলাশী, থানা- মনিরামপুর, জেলা- যশোর’কে (ক) ০৩ (তিন) টি বড় সবুজ রংয়ের কাঁচা তাজা গাঁজার গাছ, যাহার উচ্চতা শিকড়সহ অনুমান ৬ ফুট ৬ ইঞ্চি ও (খ) ০২ (দুই) টি মাঝারী সবুজ রংয়ের কাঁচা তাজা গাঁজার গাছ, যাহার উচ্চতা শিকড়সহ অনুমান ৫ ফুট (গ) ০১ (এক) টি ছোট সবুজ রংয়ের কাঁচা তাজা গাঁজার গাছ, যাহার উচ্চতা শিকড়সহ অনুমান ২ ফুট ও (ঘ) ০১ (এক) টি ছোট সবুজ রংয়ের কাঁচা তাজা গাঁজার গাছ, যাহার উচ্চতা শিকড়সহ অনুমান ১ ফুট, সর্বমোট ০৭ (সাত) টি কাঁচা তাজা গাঁজার গাছ, যাহা ধৃত আসামীর দেখানো ও তাহার নিজ হাতে টেনে উঠিয়ে দেওয়া মতে উদ্ধার করে। ৩। উদ্ধারকৃত আলামতসহ যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৮ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here