ঝিনাইদহে সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা, চলাচলে বিঘ্ন সৃষ্টি

0
315

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুরে সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা করার অভিযোগ উঠেছে নামের বাচ্চু হোসেন নামের এক ব্যবসায়ী। এতে ওই সড়কে চলাচলকারী গাড়ী চালক ও স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। জানা যায়, ঝিনাইদহ ঘোপাঘাটা ব্রীজের পুর্ব পাশে আস সুন্নাহ ট্রাস্টের পশ্চিমে শহরে প্রবেশের মুল সড়কে বাঁশ ফেলে অবৈধ ভাবে বিক্রি করছেন বাচ্চু। এতে ধোপাঘাটা গোবিন্দপুর, পবহাটি, কাঞ্চননগরের বাসিন্দাসহ ওই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তী বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, পৌরসভায় মহাসড়কের পাশে বাঁশ বিক্রির জন্য আলাদা স্থান রয়েছে। সেখানে বাঁশ বিক্রি করা হয়। কিন্তু বাচ্চু সড়কের জায়গা অবৈধ ভাবে দখল করে বাঁশ বিক্রি করছে। এতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। তাছাড়া বাশ বিক্রি করে নেওয়ার সময় রাস্তায় চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আরেক জন বাসিন্দা বলেন, তেমাথায় সড়কের জায়গা দখল করে বাচ্চু যেভাবে বাঁশ রেখেছে তাতে ওই এলাকার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। পৌর কর্তৃপসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানাচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ পৌর সভার প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। সেখানে লোক পাঠিয়ে তদন্ত স্বাপেে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here