নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

0
319

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বিদ্যুতের কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে এক জন নিহত হয়েছে। এসময় সুজন খান (২০) নামে আরো একজন আহত হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি যশোরের বিলপাড়া এলাকায়। সে ওই এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে। আহত সুজন নড়াইল সদও উপজেলার জুড়লিয়া গ্রামের জাকির খানের ছেলে। শ্রমিক সোহান জানান, নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে আমরা কাজ করছিলাম হঠাৎ করে বিদ্যুতের লাইন চালু করে দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্লারের ওপর থেকে লাইনম্যান জহুরুল ইসলাম নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়ো তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পর আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ নাছির উদ্দিন একজনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবর্তনের কাজ করার সময় অসাবধান বসত পড়ে মৃত্যু হয়। তিনি আরও বলেন, হতাহতরা দৈনিক হাজিরা হিসাবে কাজ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here