সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের অন্যতম নেতা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি প্রয়াত জননেতা আবদুল হক’র মৃত্যুতে শোকসভা

0
381

আজ ২৫ ফেব্রুয়ারি, ২০২২ শুক্রবার বেলা ১১টায় জেলা কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সদ্যপ্রয়াত যশোর জেলা সভাপতি আবদুল হক’র স্মরণে যশোর সদর থানা কমিটির সভাপতি শাহরিয়ার আমিরের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক এস এম তৌহিদুর রহমান বাদল, কৃষক সংগ্রাম সমিতির জেলা সহ-সভাপতি আবুল কাসেম মুন্সি, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা যুগ্ম আহ্বায়ক পারভীন সুলতানা, যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল হরিজন, জাতীয় ছাত্রদলের জেলা সদস্য মধুমঙ্গল বিশ্বাস, নিদ্রিতা আফরোজ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সদস্য নাজমুল হোসেন, সদর থানা কমিটির সাংস্কৃতিক সম্পাদক জিহাদ হোসেন প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা সহ-সভাপতি কামরুজ্জামান রাজেশ। নেতৃবৃন্দ প্রয়াত নেতার কর্মময় জীবন থেকে শিা নিয়ে তার অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভায় নেতৃবৃন্দ উষ্মা প্রকাশ করে বলেন, বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রোপটে রুশ সাম্রাজ্যবাদ কর্তৃক ইউক্রেনে হামলা এবং অন্যান্য পুঁজিবাদী- সাম্রাজ্যবাদী দেশগুলোর যুদ্ধ উন্মাদনা বিশ্বকে অস্থির করে তুলেছে। ওরা মানুষের জীবন, প্রকৃতি ও সভ্যতাকে ধ্বংশ করতে মরিয়া।নেতৃবৃন্দ ইউক্রেনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক-কৃষক-জনগণকে সোচার হওয়ার আহ্বান জানান। শোকসভায় নেতৃবৃন্দ আরও বলেন, লুটেরাদের লুটের স্বার্থের বর্তমান সরকার জাতীয় স্বার্থ ও জনজীবনের প্রয়োজনকে পদদলিত করে একের পর এক নানা অজুহাতে সকল ধরনের জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে চলায় সমাজে দ্রুত বাড়ছে ধনী দরিদ্রের বৈষম্য। সরকার উন্নয়নের যে গান বাজাচ্ছে তাতে লাভ হচ্ছে সাম্রাজ্যবাদী একচেটিয়া লগ্নিপুঁজি ও তাদের এদেশীয় আমলা দালাল সরকার, দলীয় এমপি, মন্ত্রী ও তাদের উচ্ছিষ্ট ভোগী একদল তোষামদকারী। আর এই তোষামদকারীরাই জ্বালানির মূল্য ও দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রেেিত তথ্য-উপাত্ত ও পরিসংখ্যানের মারপ্যাঁচে ন্যায্যতা প্রদানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের এই সামগ্রিক অবস্থায় যখন মানুষ বিশেষ করে শ্রমিক-কৃষক জনগণ দিশেহারা তখন গণতন্ত্রের নামে নিছক ভোট ব্যাপারীরা এবং তাদের প্রভুরা মিলে ঘোলা পানিতে মাছ ধরার অপচেষ্টা করছে। আর আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের কারণে বাংলাদেশের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিয়ে উলঙ্গ প্রতিযোগিতা চলছে। তারই রূপ হচ্ছে মার্কিন সরকারের প থেকে র‌্যাব ও তার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আর অন্যদিকে মার্কিনের সামরিক জোট কোয়াডে যুক্ত হলে তার পরিমান কি হবে তা নিয়ে চীনের প্রতিক্রিয়া। দেশের এই গভীর রাজনৈতিক অর্থনৈতিক সংকটের সমাধানে স্বৈরাচারী শাসন ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন প্রয়োজন। সবশেষে সভাপতি তার বক্তব্যে সদ্যপ্রয়াত নেতার স্মৃতিচারণ করে জাতীয় ও জনজীবনের স্বার্থ রা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদ ও তার দালালবিরোধী সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আজ ইউক্রেনসহ বিশ্ব জনগণের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়যুদ্ধকে প্রতিহত করতে শ্রমিকশ্রেণির নেতৃত্বে জনগণের ন্যায়যুদ্ধ তথা পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দেশসমূহে সমাজতান্ত্রিক বিপ্লব এবং নয়াঔপনিবেশিক আধা-সামন্তবাদী দেশসমূহে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করার বিকল্প নেই। জননেতা আবদুল হক’র শোককে শক্তিতে পরিণত করুন সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here