পড়াশুনার পাশাপাশি ছেলেমেয়েদের শরীর মন দুটোই ভাল রাখতে শরীরচর্চা ও খেলাধুলা অত্যবশ্যক- বটিয়াঘাটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।

0
258

বটিয়াঘাটা প্রতিনিধি:  জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, খেলাধুলায় মনোনিবেশ করলে লেখাপড়া বিঘ্নিত হয় কথাটি সঠিক নয়। পড়াশুনার পাশাপাশি ছেলেমেয়েদের শরীর মন দুটোই ভাল রাখতে শরীরচর্চা ও খেলাধুলা অত্যবশ্যক। এতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে। রুগ্ন শরীর সকল অস্বাস্থ্যের মূল। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বুঝতে পেরে স্কুল – কলেজ – মাদ্রাসা সহ গ্রামাঞ্চলে বিপথগামী মাদকাসক্ত ছেলেমেয়েদের সুপথে আনতে সরকারী পৃষ্ঠপোষকতায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, একজন কৃতি খেলোয়াড় খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে দেশের সুনাম ও পরিচিতি ঘটিয়ে দিতে পারে। তিনি গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মাঠ চত্বরের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫০ তম শীতকালীন খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র স্বাগত বক্তৃতা ও অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, ইউপি চেয়ারম্যান শেখ আসাবুর রহমান আছাব, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক কাঞ্চিলাল মল্লিক, সাধারন সম্পাদক পংকজ বিশ্বাস, প্রধান শিক্ষক পংকজ কান্তি বৈরাগী, সাংবাদিক সুমন বিশ্বাস, মানবাধিকার সংরক্ষণ কমিশন সম্পাদক সরদার হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক অংশুপতি মল্লিক, মৃত্যুঞ্জয় বিশ্বাস, ভূপেন অধিকারী, ভঞ্জন অধিকারী, কুমারেশ রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদি শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here