লিখায় সরকারি রাস্তা কেটে মাটি বিক্রির অভিযোগ- ভোগান্তিতে জনসাধারন 

0
378
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার  বুনাগাতি ইউনিয়নের রাধাডাঙ্গা গ্রামে সরকারি রাস্তা মাটি কেটে মানুষের বাড়ী বাড়ী বিক্রি করার অভিযোগ উঠেছে৷ রাস্তাটি কাটার ফলে জনসাধারনের চলাচলে যেমন বিগ্ন ঘঠছে৷ তেমনই রাস্তাটি ছোট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী৷ এব্যাপারে  রাধাডাঙ্গা গ্রামের নুরুল মোল্যা, মোঃ হ্নদয় মাহমুদ, মোঃ আসাদ মোল্যা, পরিতোষ বিশ্বাস,স্বপ্না রায়, সঞ্জিত রায় ও মোঃ নিজাম উদ্দিন শিকদার সহ আরো অনেকেই জানান, রাধাডাঙ্গা গ্রামের মৃত আত্তাপ মোল্যার ছেলে টুটুল মোল্যা একটি ঘের কাটতে গিয়ে সরকারি রাস্তার প্রায় অর্ধেক অংশ কেটে ওই মাটি মানুষের বাড়ী বাড়ী বিক্রি করেছে৷ যে কারনে রাস্তাটি ছোট হয়ে যাওয়ায় এখন আমাদের চলাচলে বিগ্ন ঘঠছে৷ আমরা বিষয়টি নিয়ে টুটুল মোল্যার দৃষ্টান্তমূলক শাস্তি সহ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি৷ বিষয়টি নিয়ে অভিযুক্ত টুটুল মোল্যার সাথে কথা বললে তিনি ঘটনাটি স্বীকার  করেন এবং বলেন আমি জন্মের পর থেকে ওই রাস্তাটি এভাবেই দেখছি৷ এব্যাপারে বুনাগাতি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ বাবর আলী বলেন, বিষয়টি আমাদের নজরে আছে৷ সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধান করে যথাযত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here