প্রেসকাব বসুন্দিয়া’র যুগ্ম সম্পাদকের ভাইয়ের মৃত্যু ॥ শোক প্রকাশ

0
325

এম. মিজানুর রহমান লিটন, বসুন্দিয়া ও প্রেমবাগ প্রতিনিধি ॥ প্রেসকাব বসুন্দিয়া’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ গফ্ফার রহমানের বড় ভাই শেখ আব্দুল লতিফ গত ১১ মার্চ রাত সারে ১১টায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি দির্ঘদিন যাবত ‘সোরিয়াসিস’ নামক বিরল রোগে ভুগছিলেন। গতকাল ১২ মার্চ বাদ জোহর স্থানীয় পূর্ব-গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসকাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি শেখ আঃ জব্বার, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুরাদ হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রাসেল, কার্য্যকরী সদস্য সাঈদ ইবনে হানিফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here