লালন স্মরণ উৎসব উপলক্ষে চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরির কাজ

0
404
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ মঙ্গলবার থেকে কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব। এ উপলক্ষে ছেঁউড়িয়ার সাঁইজির আখড়াবাড়িতে চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা ও মঞ্চ তৈরির কাজ। দেশি বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। সুরে সুরে মানবপ্রেমের বাণী ছড়িয়ে দিতেন লালন সাঁই। কালী গঙ্গার তীরে দোল পূর্ণিমায় তাই আবার তারে তারে সুরের ঝঙ্কার। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনের লালন স্বরণ উৎসব। এদিকে স্মরণোৎসব কেন্দ্র করে লালনের আঁখড়াবাড়ি চত্বর এখন উৎসব মুখর। দেশী-বিদেশী অনেক লালন ভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের আগমন ঘটেছে ইতোমধ্যে। তাদের পদচারনায় মুখর এখন বাউল আখরাটি। দূর দূরান্ত থেকে ফকির সাধকরা আসতে শুরু করেছেন এর মধ্যে। লালন একাডেমির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ করছেন লালন ভক্তরা।
উৎসবকে ঘিরে মেলার আয়োজন করেছে উদযাপন কমিটি বলেন, এবার মেলায় বেচাকেনা ভালো হবে এমনটা প্রত্যাশা দোকানিদের। মেলার মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু দোকানিদের পসরা নিয়ে বসার ব্যবস্থা করছি। এদিকে মেলা ও উৎসব নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানালেন পুলিশের কর্মকর্তা। কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, লালন মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।
আগামী ১৫ মার্চ সন্ধ্যায় অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে ৩ দিনের লালন স্বরণোৎসব। চলবে ১৭ মার্চ গভীর রাত পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here