এসডিএফ এর আরইএলআই প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
317
পাইকগাছা প্রতিনিধি :  পাইকগাছায় রেজিলিয়েন্স এন্ট্রেপ্রেনিডরশিপ এন্ড লাইভলিহুড ইমপ্রাইমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আওতায়  উপজেলা পরিষদ মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, এসডিএফএর খুলনা জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ যশোর এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইসিবি জেলা কর্মকর্তা ঝর্ণা রানী বিশ্বাস। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আজিজ, কর্মশালায় বক্তারা বলেন, এসডিএফ দেশের দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও গ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে বিগত ২০ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসডিএফ এর সকল কর্মকান্ডে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সরকারের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে উপনীত করতে এসডিএফ অগ্রণী ভূমিকা রাখবে বলে কর্মশালায় আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here