মাসুদ রানা,মোংলা : বাংলাদেশের সবাই বলে (ভারত-বাংলাদেশ) বন্ধুপ্রতিম দেশ কিন্ত আমরা তা কখনোই মনে করিনা, আমরা মনে করি একই মায়ের দুই সন্তান, আমরা ভাই ভাই। বাংলাদেশের উন্নয়নে যা কিছু প্রয়োজন সাথে সাথে এগুলো দেয়া সরকারসহ আমাদের দায়িত্ব। মঙ্গলবার দুপুরে ভারত সরকারের পক্ষ থেকে মোংলা পোর্ট পৌরসভাকে লাইফ সাপোর্ট এম্বুলেন্স প্রদাণকালে খুলনা জোনের ভারতের সহকারি হাই কমিশনার রাজেন কুমার রায়না এ কথা বলেন।
দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে মোংলা পৌরবাসীর জন্য ভারত সরকারের পক্ষ থেকে লাইফ সাপোর্ট এম্বুলেন্স প্রদান করেছে ভারতের খুলনাস্থ সহকারি হাই কমিশনার। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে পৌরসভার মেয়র বীর মক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক ও পৌর মেয়রের নিকট আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন ভারতের সহকারি হাই কমিশনার রাজেন কুমার রায়না।
এসময় মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ শেখ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক মেয়র আলহাজ্ব শেখ আঃ সালাম, সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম, পৌরভসভার সকল কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত সরকারের এ উপহার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভাতৃত্বপূর্ন সম্পর্ক ও প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।















