ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজার হাতে চাচি মারাত্মক জখম, হাসপাতালে ভর্তি

0
321
আবিদ হাসানঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে ভাতিজার হাতে চাচি মারাত্মক জখমের স্বীকার হয়েছে।গত মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে মামলা বাদী রেবেকা বেগম (৩৫) ও আসামীর মা বড় জা বাদী পারুলের সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে।তখন আসামী পারভেজ তার মা পারুল বেগমর  চিৎকার চেঁচামেচি শুনে তার মেজ চাচি রেবেকা বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে যশোর সদর হাসপাতালে সাজারী বিভাগের অধ্যাপক ডাঃ ফিরোজ মাহমুদ জানায়,তার শরীলে প্রচুর রক্ত হয়েছে,এবং নাকের হাড় ভেঙে গেছে ও চারটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমানে তিনি যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।বাদীর স্বামী আলাউদ্দীন বলেন,আমার বড় ভাই খলিল মাষ্টার তার ছেলে পারভেজ আমার স্ত্রীকে বিনা দোষে,বিনা অপরাধে বেধর- মারধর  ও শারীরিক নির্যাতন চালায় আমি এই নির্যাতনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।প্রায় সে আমাদের পরিবার সহ গ্রামের মানুষকে বিভিন্ন কারণে নির্যাতন করে থাকে।অনেকেই আসামী পারভেজের  অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ ও ভয়ভীতির মাধ্যমে জীবন যাপন করে।জানা যায় কালীগঞ্জের কেশবচন্দ্র (কেসি) কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসামী পারভেজ।ক্ষমতার দাপট ও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় নানা অপরাধে জরিত সে।আত্নীয় স্বজন ও এলাকাবাসী সকলে এই নির্যাতনে সুষ্ঠ বিচার দাবি করেন।এ বিষয়ে ঝিনাইদহের  কালীগঞ্জ থানায় নারী নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here