শ্যামনগরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
201

স্টাফ রিপোটার:ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী শ্যামনগরের আয়োজনে ও শ্যামনগর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে শ্যামনগরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শারিফ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবীর ও ব্র্যাকের অফিসার (সেল্প) মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা সদরের সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here