পহেলা বৈশাখ ১৪২৯ উপলক্ষে যশোর পৌরপার্কে আঞ্চলিক ও রম্য বিতর্ক প্রদর্শণী অনুষ্ঠিত

0
256

পহেলা বৈশাখ ১৪২৯ উপলক্ষে ও মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর আয়োজনে গতকাল যশোর পৌর পার্কে উন্মুক্ত ‘আঞ্চলিক ও রম্য বিতর্ক প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও নববর্ষে নব সূর্যোদয়ের প্রথম প্রভাতে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এমএমডিএফ বিডি এই ভিন্ন ধর্মী আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-০১ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলার মোকছিমুল বারী অপু। তিনি বলেন, ‘বিতর্ক এমন একটি মাধ্যম যার ফলে আমরা খুব সহজেই আজকে ছয়টি জেলা সম্পকে সঠিক তথ্য জানতে পেরেছি। বিতর্ক করতে হলে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়। এমএমডিএফবিডি যশোর পৌরসভা সহ দেশব্যাপী বিতর্কের এই নান্দনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি তাদের সমৃদ্ধি কামনা করছি এবং ভবিষ্যতেও তাদের সাথে থাকবো।’ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইউসি ফুড এর নিবার্হি পরিচালক শ্যামল দাস, প্রেসকাব যশোর এর যুগ্ম সম্পাদক ও সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ এর বার্তা সম্পাদক এইচ আর তুহিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমএমডিএফ বিডি এর প্রতিষ্ঠাতা জহির ইকবাল। প্রদর্শনী বিতর্ক এর মডারেটর এর দায়িত্ব পালন করেন এমএমডিএফ বিডি এর কো-চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমার জেলায় সেরা’ বিষয়কে কেন্দ্র করে আঞ্চলিক বিতর্ক প্রদর্শনীতে ০৬টি জেলার হয়ে অংশগ্রহণ করেন এমএমডিএফ বিডি এর বিতার্কিকরা। যশোর জেলা প্রতিনিধি বায়জিদ মাহামুদ অভি, রাজশাহী জেলার আব্দুল্লাহ আল হারিচ, নোয়াখালী জেলার সোহাগ হাওলাদার, বরিশাল জেলার রাদিফা আফরিন পুষ্পিতা, ঝিনাইদহ জেলার তাবাচ্ছুম আক্তার ইভা, ঢাকা জেলার শেখ সাদিকা আফরিন। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার বিতার্কিকরা তাদের নিজ নিজ ভাষায় তার জেলার শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। সর্বোপরি আজকে বাঙালি জাতির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ ১৪২৯’ এ বাংলাদেশের প্রতিটি জেলায় তার নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস নিয়ে সেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here