নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়

0
645

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় মার্চ/২০২২ ইং মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং বিভিন্ন েেত্র গুরুত্বপূর্ণ অবদান, অর্জন ও চৌকস কার্য সম্পাদনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। রবিবার ১৭ এপ্রিল সকাল ১০ টায় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যেদের কল্যাণ নিশ্চিত করার জন্য গঠনমূলক আলোচনা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা, রমজান মাসে নিজেকে সুস্থ, সবল ও কর্মম রাখতে পুষ্টিকর খাবার খাওয়া ও বিশুদ্ধ পানি পান করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যাংক লোনের সদ্ব্যবহার করা, ডিউটি ইনচার্জ বা কমান্ডার ব্যতীত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার না করা, পাবলিক প্রোগ্রামে সতর্কতার সাথে ডিউটি করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করা, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতার সাথে ব্যবহার করা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক লাইক, শেয়ার ও কমেন্ট না করার জন্য নির্দেশ দেন। এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি অথবা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় অথবা পুলিশ সুপার মহোদয় কে অবহিত করার জন্য নির্দেশ দেন। এ সময় এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ,ক্রাইম এন্ড অপস্, নড়াইল, জেলা পুলিশের সকল থানা ও পুলিশ ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here