বাগেরহাট ব্যুরো : দেশের দণি-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশুরহাট বাগেরহাটের ফকিরহাটের বেতাগা পশুরহাট এখন বেশ জমজমাট হয়ে উঠেতে শুরু করেছে। দেশীয় জাতের পশু উঠেছে অন্যন্য বছরের তুলনায় এবার অনেক বেশি। দাম ও ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় পশুরহাট বেশ জমজমাট হয়ে উঠেছে। পবিত্র রমজান মাসে মাংশের চাহিদা আগের তুলনায় বেশি থাকায় দেশীয় জাতের গরুর কদরও বেড়েছে অনেকগুন। এ ধারা অব্যহত থাকলে ক্রেতা-বিক্রেতাদের পশু ক্রয়-বিক্রয় করতে কোন প্রকার সমস্যা হবেনা। জানা গেছে, দেশের দণি-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশুরহাট বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় অবস্থিত। যে পশুরহাটে হাজার হাজার গবাদী পশু ক্রয়-বিক্রয় হয়ে থাকে। বাজার মনিটরিং ব্যবস্থা সন্তোষ জনক হওয়ায় ক্রেতা-বিক্রেতারা এই পশুরহাটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কোন প্রকার ঝুট-ঝামেলা ছাড়াই পশু ক্রয়-বিক্রয় করতে পেরে ক্রেতা-বিক্রেতারা উভয়ী সন্তোষ্ঠি প্রকাশ করেছেন। সাহিদুল ইসলাম, আমজাদ আলী, নওশের আলী ও আব্দুল জলিল নামের কয়েকজন ক্রেতা জানান, তারা সোম ও শুক্রবার সাপ্তাইক হাটের দিনে পিরোজপুর মঠবাড়িয়া ও বাগেরহাট থেকে প্রায় তারা এই পশুরহাটে পশু ক্রয় করতে আসেন। কারণ এই হাটে আসলে আমাদের চাহিদানুযায়ী বিভিন্ন পশু পাওয়া যায়। সেই পশু নিয়ে আমরা অন্যহাটে বিক্রয় করি। এখানে কোন প্রকার ঝুট-ঝামেলা ছাড়াই পশু ক্রয় করা যায়। তাছাড়া হাটের খাজনা অন্যান্য হাটের চেয়ে অনেক কম। আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা ও মশিউর রহমানসহ একাধিক বিক্রেতারা জানান, তারা খুলনার ডুমুরিয়া রুপসা চালনা ও বাজুয়া হতে গরু নিয়ে এই বেতাগা পশুর হাটে বিক্রয় করতে এসেছেন। মুটামুটি ভাল দামে বিক্রয় করতে পেরে তারা খুশি। তারা বলেন, আমরা প্রতি সোম ও শুক্রবার গভীর রাতে পশু নিয়ে বেতাগা পশুরহাটে আসি। পথে আমাদের কোন ঝামেলা পোহাতে হয় না। আর যদি কোন সময় কোন স্থানে ঝামেলায় পড়ি তাহলে বাজার ব্যবস্থাপনা কমিটিকে অবগত করালে তারা দ্রæত ব্যবস্থা গ্রহন করেন। যে কারনে আমরা এই হাটে পশু নিয়ে আসি। তারা আরো বলেন, এই হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য ৫/৬টি সাইকেল গ্যারেজ, ১০/১২টি খাবার হোটেলও রয়েছে। তাছাড়া পুুলিশ, গ্রাম পুলিশ, চৌকিদার ও স্বেচ্ছাসেবক মিলে প্রায় ৫০জন সর্ব সময় নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। কোন কারণে ক্রেতা বিক্রেতাদের সমস্যা হলে তারা তড়িৎ ব্যবস্থা গ্রহন করেন। যে কারনে আমরা শতশত ক্রেতা ও ব্যবসায়ীরা এই পশুরহাটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। বাজার মনিটরিং কমিটির অন্যতম সদস্য ও ইউপি মেম্বর অসিত কুমার দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, পিরোজপুর মঠবাড়িয়া নাজিরপুর বাগেরহাট রুপসা খুলনার ডুমুরিয়া চালনা বাজুয়া মাদারীপুর ও টেকেরহাটসহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থান হতে শতশত ক্রেতা-বিক্রেতরা এই বেতাগা পশুরহাটে পশু ক্রয়-বিক্রয় করতে আসেন। আমরা তাদের সুবিধার কথা চিন্তা করে নানা প্রকার সুযোগ সুবিধা প্রদান করি। যা অন্যান্য পশুরহাট গুলিতে আছে বলে মনে হয়না। এ ব্যাপারে বেতাগা পশুহাট মনিটরিং কমিটির প্রধান সমন্বয়কারী ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা পবিত্র রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের নানা সুবিধার কথা চিন্তা করে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহন করেছি। যাহাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাছাড়া আগামী পবিত্র ঈদুল ফিতর এর সময় ক্রেতা-বিক্রেতাদের বেশ কিছু সুযোগ-সুবিধাও প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর আলাপ করা হলে তিনি বলেন, আমরা বেতাগা পশুরহাটের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি ঈদের ন্যায় এবারও পশুরহাটে উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে অসুস্থ্য হয়ে পড়া প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য জাল টাকা সনাক্তের মেশিন এবং অতিরিক্ত পুলিশ প্রশাসন এর ব্যবস্থা গ্রহন করতে যাচ্ছি। যাহাতে বাজারে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে।
যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু, চুরির সময় গণপিটুনি ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার ...
যশোর অফিস : যশোরে পৃথক দুটি ঘটনায় চুরির সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন এবং অপর ঘটনায় গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার...
নবম পে-স্কেলের এক দফা দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
যশোর অফিস : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেলের এক দফা দাবিতে প্রেসক্লাব যশোরের...
হাদি হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও সড়ক অবরোধ
যশোর অফিস : হাদি হত্যার বিচারের দাবিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, যশোর জেলা। শুক্রবার বিকেলে...
চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ লাখ টাকা
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একটি কাঠের ফার্নিচারের দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা কাঠ, বিভিন্ন মেশিন ও প্রস্তুত ফার্নিচার পুড়ে আনুমানিক...
কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা
প্রেসবার্তা : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর...















