কালীগঞ্জের ছেলে হাবিবুর রায়হান তপুর কথায় ও সুরে ঈদের নতুন গান ‘মনের ঘরে’

0
477

স্টাফ রিপোটার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : এবারের ঈদ-উল-ফিতরে দর্শকদের মনকাড়তে প্রকাশিত হচ্ছে এই তরুন প্রজন্মের লেখক হাবিবুর রায়হান তপুর কথায় ও সুরে গান ‘মনের ঘরে’ গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন শিল্পি আরিফিন আকাশ। হাবিবুর রায়হান তপু কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ার বাসিন্দা। গানটিতে মডেল হিসাবে রয়েছেন লাক্স চ্যানেল আই তারকা শেরিনা সরকার সারাকা এবং কণ্ঠশিল্পী আরিফি আকাশ নিজে। গানটির রচনায় ছিলেন শিমন আহমেদ। ক্যামেরাতে ছিলেন বিকাশ সাহা ও পরিচালনা করেছেন মোহন ইসলাম। গানটির সুরেলা সুর, মিউজিক এবং শুটিং এর জায়গা গুলো দর্শকদের মন কেড়ে নেওয়ার মতো। গানটি প্রকাশিত হবে আগামী ১মে আকাশের নিজস্ব ইউটিউব চ্যানেল আরেফিন আকাশ থেকে এবং অফিশিয়াল ফেসবুক পেজ আরেফিন আকাশ থেকে। গানটি প্রকাশিত হবে আকাশের নিজের ব্যানার স্কাই ইন্টারটেইমেন্ট লেবেল থেকে। ” মনের ঘরে” গান প্রসঙ্গে আকাশ বলেন, “ অনেক আবেগ এবং প্রয়াস দিয়ে গানটি করা, আশা করি দর্শকদের মন ছুয়ে যাবে এবং দর্শকদের কাছ থেকে উৎসাহ পাই ভালো ভালো গান করার। এবারের ঈদে দর্শকরা গানটি অনেক বেশি উপভোগ করবেন বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here