যশোরের অতিদরিদ্র জনগোষ্ঠির মাঝে এককালীন সহায়তা ক্ষুদ্র ব্যবসার উপকরণ ও ভ্যানগাড়ি প্রদান

0
363

প্রেস বিজ্ঞপ্তি:সেচ্ছাসেবী সংস্থা জিএসকেএস যশোরের জীবিকা প্রকল্পের আওতায় যশোর সদরের চাচঁড়া সরকারী আশ্রায়ন প্রকল্পের অতিদরিদ্র জনগোষ্ঠিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ল্েয কর্মঠ নারী পুরুষদের মাঝে এককালীন সহায়তা,ুদ্র ব্যবসার উপকরণ ও ভ্যানগাড়ি প্রদান করা হয়। গড়বো সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ ১৫ বছর ধরে বেকারত্ব দূরীকরণ,শিা সহায়তা ও বিনা সুদে ঋণ প্রদান করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ২৯ এপ্রিল শুক্রবার সকাল ১০-৩০ এ যশোর সদরের চাচঁড়া আশ্রায়ন প্রকল্পের সামনে এককালীন সহায়তা,ুদ্র ব্যবসার উপকরণ ও ভ্যানগাড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।জিএসকেএস যশোরের সহ-সভাপতি ব্যারিষ্টার কাজী রেফাত রেজয়ান সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জিএসকেএস এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুস্তাফিজুর রহমান,চাচঁড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: শামীম রেজা,চাচঁড়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বর মো: বিল্লাল হোসেন,জিএসকেএস এর সমাজসেবা বিষয়ক সম্পাদক ডিজিটএক্স এর ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার দাস,ক্রিড়া বিষয়ক সম্পাদক এবিএম ফজলুল করিম সহ প্রমুখ ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের কোষাধ্য এম আই নয়ন। সরকারী আশ্রায়ন প্রকল্পের দুজন নারীকে সেলাই মেশিন, তিন জন নারীকে নারী ও শিশু কাপড় সামগ্রী,দুজন জন নারী ও পুরুষকে চা দোকানের সামগ্রী,একজন নারীকে নেটের ব্যাগ তৈরি করার জন্য নেট উপকরণ,এক জন পুরুষ কে ভ্যানগাড়ি,৫ জন কারিগরি শিার্থীদের মাঝে শিা বৃত্তি এবং দুইজন নারী ও পুরুষ কে ুদ্র ব্যবসা করার জন্য মোট ১১০০০ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হয়।এছাড়াও ৫ জন নারীকে হাতে কলমে প্রশিণ দিয়ে তাদের কে মোটরসাইকেলের ুদ্র পার্টস তৈরির মেশিন প্রদান করা হয়। উপকারভোগীরা এসব উপকরণ পেয়ে খুব খুশি হোন এবং তারা বলেন এসব উপকরণ কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হবেন তাদের কর্মসংস্থান হবে।তারা আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ঘর দিয়েছেন গড়বো সমাজ কল্যাণ সংস্থা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধান অতিথি সহ বক্তারা তাদের বক্তব্যে গড়বো সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে স্বাধুবাদ জানান,আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীদের গড়বো সমাজ কল্যাণ সংস্থার থেকে পাওয়া উপকরণ সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে সচেষ্ট হওয়ার আহŸান জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here