দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণকে খুব যন্ত্রণা দিচ্ছে: হাসানুল হক ইনু

0
336

কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, গত কয়েকমাস ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণকে খুব যন্ত্রণা দিচ্ছে। সকালে একদাম বিকেলে একদাম। এটা দুর্নীতির সিন্ডিকেটের কারসাজি। দূর্নীতির এই সিন্ডিকেট তারা অস্বাভাবিকভাবে নিত্যপণ্যের দাম ওঠা নামা করাচ্ছে এবং জনগণের পকেট কেটে কোটি কোটি টাকা লুট করছে। ইনু বলেন, শুধু কথা বলে এই সিন্ডিকেট ভাঙা যাবে না। এদের দমন করতে হলে শুধু কথায় চিড়ে ভিজবেনা। এেেত্র শাসন দÐের কঠোর প্রয়োগ করতে হবে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট ব্যবসাদার আওয়ামী লীগের লোক আছে এবং বিএনপির লোকও আছে জানিয়ে ইনু আরো বলেন, বিএনপি ও সামরিক শাসকরা দীর্ঘদিন ধরে মতায় ছিলো। নব্য ব্যবসায়ীক সমাজ যেটা গজায় ছিলো সেটাতো বিএনপি ও সামরিক শাসকের ছত্রছায়ায়। আওয়ামী লীগ বা ১৪ দলের ১৩ বছরের শাসন কালে ওই বিএনপির ব্যাবসায়ীদের তো কারাগারে পাঠানো হয়নি। তারাতো ব্যবসা করে খাচ্ছেন। ইনু অভিযোগ করে বলেন, বাজারের বেশির ভাগ সিন্ডিকেটই ওই আমলেই জন্ম নিয়েছে। শনিবার (৭ মে) সকালে হাসানুল হক ইনুর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাসদ সভাপতি এ সময় আরো বলেন, বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা, এমনি তারেক জিয়া পর্যন্ত আগুন সন্ত্রাস, জঙ্গী সন্ত্রাস ও মানুষ হত্যার সঙ্গে জড়িত। এই অপরাধীদের দমন মানে বিএনপি দমন করা নয়, এই অপরাধীদের দমন মানে রাজনীতি দমন নয়। ইনু অপরাধীদের পে ওকালতি না করার জন্য বিএনপির প্রতি আহবান জানান। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here