যশোর শহরে সোহাগ পরিবহন চাপায় দুই বন্ধু হতাহত

0
489

স্টাফ রিপোর্টার: যশোর শহরের বস্তাপট্টি মোড়ে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সারে ১১টার দিকে। তবে , পুলিশ ও প্রত্যদর্শীদের ধারণা করছেন, মোটরসাইকেলে থাকা দুজনেই নেশাগ্রস্থ ছিলো। নেশাগ্রস্থ অবস্থায় আল আমিন (২৫) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন যশোর সদর উপজেলার কুয়াদা জামজামি গ্রামের আইয়ুব আলীর ছেলে। ওই মোটরসেইকেলে থাকা আরেকজন আহত তূর্য (২৪) একই এলাকার আতাউর রহমানের ছেলে। তারা হিরোগোন্ডা কালো রঙের একটি মোটরসাইকেল যোগে মনিহারের দিকে যাচ্ছিলেন। বস্তাপট্টি মোড়ে আসা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। বাসের সামনের অংশ মোটরসাইকেলের উপর উঠে যায়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে গুরুতর অবস্থায় তুর্যকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here