তালায় পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0
320

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালার একজন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠেছে নিছার মোড়লের বিরুদ্ধে। সে তালার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত: একিমউদ্দীন মোড়লের ছেলে। এবিষয়ে রবিবার (৮ মে) সকালে একই গ্রামের মৃত: তমেজউদ্দীন গাজির ছেলে আঙ্গুর গাজী ভূক্তভোগীদের পক্ষে তালা প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আঙ্গুর গাজী বলেন, তিনি কৃষি ব্যাংকের নিলামকৃত জমি ক্রয় করে ভোগদখল করেন। এই জমি নিয়ে ইউছুপ গাজীর ছেলে নিজাম গাজী, ফজর গাজীর ছেলে হামেদ গাজী, মৃত্যু: রহিম গাজীর ছেলে ইয়াহিয়া গাজী, মৃত্য: আফসার খাঁ’র ছেলে আতারুল খাঁ মৃত্য: আব্দুল বিশ^াসের ছেলে জেহের বিশ^াসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই সুযোগ কে কাজে লাগিয়ে নিছার মোড়ল তার স্ত্রীর বড়ভাই উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ও ভয়ভীতি দেখিয়ে সেই জমি বেদখল করার চেষ্টা করেছেন। এবিষয়ে তালা থানায় আপোষ মিমাংশার চেষ্টা করা হলেও তিনি সেখানেও ওই উর্দ্ধতন কর্মকর্তার ভয় দেখান। তিনি বলেন, শাহাপুর অঞ্চলে যে কোনো সমস্যা হলে তিনি শালিসের নামে সেখানে মাথা ঢুকিয়ে অশান্তির সৃষ্টি করেন এবং একটি পক্ষ কে সহযোগীতা করার জন্য অন্য পক্ষকে আতœীয়ের ভয় দেখিয়ে নিজের আখের গোছান। এরআগে তিনি মৃত্য: আলিমুদ্দিন খাঁর বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করেন। সাবেক সেনা সদস্য আছাদুল গাজীর জমিও তিনি অন্য পক্ষ দিয়ে দখল করানোর জন্য আদালতে মামলা করিয়েছেন। তার এসকল অন্যায় অত্যাচারের প্রতিকার চেয়ে ও এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। এবিষয়ে জানতে চাইলে নিছার মোড়ল বলেন, আমি কোনো পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার নাম ভাঙ্গায়নি। কাহারো কোনো জমি দখল করায়নি বা কোনো ঝগড়া বিবাদের সাথে আমি জড়িত না। জমি হলো কাগজের ব্যাপার। যার কাগজপত্র ঠিক আছে সেই জমি পাবে এখানে আমার কি করার আছে। এসময় উপস্থিত ছিলেন শাহাপুর গ্রামের খাদেম গাজীর ছেলে ইমান আলী গাজী (৮৪), কাশেম গাজী(৬৫), সামছুর রহমানের ছেলে সহিদুল গাজী (৫৩), সামছুর সরদারের ছেলে আমিনুর সরদার (৪৬), ইউনুছ গাজীর ছেলে জাহিদুল গাজী (৬৫), হারেজ গাজীর ছেলে মিঠু গাজী (৪১), এরফান গাজীর ছেলে (৪৪) ও নওশের গাজীর ছেলে সাইকুল গাজী (৪৮) প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here