শ্যামনগরে পরিবেশ দিবস পালিত

0
242

সুন্দরবন উপকুলীয় প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “একটা পৃথিবী ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএসএআইডি, ওয়ার্ল্ড ভিশন, সামস, ফ্রেন্ডশিপ, সিডিও, বারসিক, সুশীলন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপকূলীয় অঞ্চলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষার অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা আইসিটি প্রোগ্রামার কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক কর্মসূচি অফিসার গাজী আল ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here