শ্যামনগরেে যৌতুকের লোভে গর্ভবতী এক গৃহবধুকে মারপিটের অভিযোগ

0
225

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বাদুড়িয়া গ্রামে যৌতুকের লোভে এক গর্ভবতী গৃহবধুকে বেদহড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন-উত্তর আটুলিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মিয়ারাজ হোসেন। তিনি লিখিত অভিযোগে জানান, তার বোন জরিনা খাতুনের সাথে বাদুড়িয়া গ্রামের সাদেক মালীর পুত্র রায়সুল মালীর সরকারি ও ইসলামি শরিয়ত মোতাবেক সামাজিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।
গত ১৬জুন(বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে গর্ভবতী জরিনা খাতুন কে মটর সাইকেল কেনার জন্য যৌতুকের লোভে ব্যাপক মারপিট করে রক্তাত্ত ,নীলা ফোলা জখম করে তার স্বামী রায়সুল, শ্বশুর সাদেক মালী। এ ঘটনায় মিয়ারাজ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর সরকারি স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here