বেনাপোলে ভারতীয় মালামালসহ ভারতীয় নাগরিক আটক

0
212

যশোর প্রতিনিধি : বেনাপোল বিদেশী ভিসা লাগানো অবস্থায় পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ ইউসুফ আলী শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে অনেকগুলো কসমেটিক্স ও থ্রি-পিস উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে রাস্তার উপর একজন ব্যক্তিকে দেখতে পায় এবং উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশীকালে তার সাথে থাকা দুইটি ব্যাগের মধ্যে পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট, ১৬২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স এবং ভারতীয় অন্যান্য মালামাল সামগ্রীসহ তাকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিকের নাম- ইউসুফ আলী শেখ (২৭), পিতা-আমিন শেখ, গ্রাম-বাষান পোতা, থানা-বনগাঁও, জেলা-উত্তর ২৪ পরগনা। আটককৃত ভারতীয় নাগরিক, বিভিন্ন মালামাল ও পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ আসামি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here