মোংলায় বিদেশী বানিজ্যিক জাহাজ লুট করার প্রস্তুতিকালে আটক ৭, অস্ত্র উদ্ধার

0
200

মাসুদ রানা,মোংলা : মোংলায় অবস্থানরত বিদেশী একটি বানিজ্যিক জাহাজে লুট করার প্রস্তুতকালে ৭ দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড। ১৪ জুলাই বৃহস্পতিবার গভির রাতে সুন্দরবনের কোকিলমনি বোর পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময তাদের কাছ থেকে কয়েকটব দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত ট্রলারও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, ১২ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে পন্য বোঝাই এমভি ব্লু মিরলাইন নামক একটি বিদেশী বানিজ্যিক জাহাজের মালামাল লুট করার প্রস্তুত নিচ্ছিলো এক দল চোরাকারবারী দুর্বৃত্তরা। বিষয়টি আচ করতে পেরে ভিএইচএফ এর মাধ্যমে দ্রুত ব্যাবস্থা নেয়ার জন্য বন্দর কর্তৃপকে অবহিত করে জাহাজে থাকা ক্যাপ্টেন ও নাবিকরা। তখনই বন্দর কর্তৃপ কোস্টগার্ডকে জানালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিষয়টি সাথে সাথেই উর্দ্ধতন কর্তৃপরে নির্দেশনায় বিসিজি স্টেশন সুন্দরবনের কোকিলমনি ও আউটপোস্ট দুবলা এ দুইটি অপারেশন দল অভিযানে নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here