আশাশুনিতে একটি প্রতিবন্ধি পরিবারকে বসত \ঘরে তালা লাগিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

0
211

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামে এক প্রতিবন্ধি পরিবারের বসত ঘরে তালা লাগিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৫ জুলাই বেলা ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে। প্রতিবন্ধি পরিবারটি এখন অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে এমনটাই এ পরিবারের অভিযোগ। এমন জঘন্য ঘটনার পর কোমলমতি শিশু সহ পরিবারটির সাংসারিক সব কিছু তালা বন্ধ ঘরে রয়ে গেছে। এখন এলাকাবাসীর প্রশ্ন এ পরিবারের শিশু তামান্না(২), প্রতিবন্ধি আলমামুন (৫), মা মাছুরা খাতুন, পিতা আবু হাসান তাহলে কি খোলা আকাশের নিচে বসবাস করবে ? বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা ও মানবধিকার সংস্থাসহ সরকারের উপরি মহালের তদন্ত পূর্বক হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। এ দিকে শ্রীউলা ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান আমাকে মাপজরীপ করে অবগত করার কথা বলেছেন। সে মোতাবেক আমার প্রতিনিধি মেম্বর ইয়াছিন আলী ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি বুদ্ধদেব সরকারের উপস্থিতে মাপ জরীপ সম্পন্ন হয়েছে। মাপ জরীপে দেখা যায় আবু হাসান গং’দের জমির মধ্যে এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারেশ করিম জোয়ার্দ্দার ১০শতক জমি আছে। বসত ঘরে তালা দেওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন একটি পÿ তালা দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না। তিনি আরও বলেন বিষয়টি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে অচিরেই একটা সমাধান হবে বলে তিনি জানান। সরেজমীন ও বিভিন্ন তথ্য অনুসন্ধানে জানাগেছে মাড়িয়ালা গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে আবু হাসান গংরা ১৯৭০সাল হতে অদ্যাবধি একাধিক পরিবার নিয়ে বসবাস করে আসছে। এসএ রেকর্ডীয় মালিক মৃত হাজরা জোয়ার্দ্দার ও মাদার জোয়ার্দ্দারের ১ একর ২০শতক জমির মধ্যে হতে বিভিন্ন দলিল মুলে মাড়িয়ালা মৌজায় হাল ১২৮৬৮ দাগে তাদের ওয়ারেশদের নিকট থেকে ১ একর ৫শতক জমি ক্রয় করেন। অন্য দিকে হাজরা জোয়ার্দ্দারের ওয়ারেশ করিম জোয়ার্দ্দার তার অংশ অনুযায়ী ওই জমির দক্ষিণ প্রান্তে ৩০বছরের অধিক সময় দখলে আছে। এ ছাড়া ১৯৯২সালে চলমান জরীপে ১৯৬৮৫নং আপত্তি কেসের মাধ্যমে এসএ রেকর্ডীয় মালিকদের খতিয়ান হতে আবু হাসানসহ তাদের শরীকগন দখল অনুযায়ী বর্তমান জরীপে তাদের কোবলা সুত্রে রেকর্ডও করেছে। সবমিলে বর্তমান করিম জোয়ার্দ্দার ও তার দলবল গায়ের জোরে প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে এ পরিবারটির বসত ঘরে তালা লাগিয়েছে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here