যারা স্বাধীনতা চাইনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো

0
244

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ॥ যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যশোর ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার বলেন,যারা কখনো চাইনি বাংলাদেশ স্বাধীন হোক তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো।শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা এখনো বাংলার মাটিতে নৌরাজ্য সৃষ্টি করে চলেছে।বাংলার জনগন তাদের প্রতিহত করায় বিশ্ব দরবারে তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করে চলেছে।
বুধবার বিকালে হৈবতপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরো বলেন,২০২৩ সালের জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলের পক্ষে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ। সভায় আরো বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল,জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল,জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস,সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,আওয়ামীলীগ নেতা হরেণ কুমার বিশ্বাস,শাহাজান আলী প্রমূখ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজেদুল হাসান মিন্টু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here