সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত-১৮, হাসপাতালে ভর্তি, দুই জনের অবস্থা আশংকাজনক

0
210

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও মাছ ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, যশোরের শংকরপুরের নুরজাহান, কলারোয়া উপজেলার পারভেজ, আলমগীর হোসেন, আল-মামুন, বকুল হোসেন, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, দিলীপ মন্ডল, শফিকুল ইসলাম, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকিা পারুল আক্তার, আশাশুনি উপজেলার তোতা পারভীন, তামান্না আক্তার, সাতীরা সদরের খলিলুর রহমান, হাবিবুর রহমান, আমজাদ হোসেন, মফিজুল ইসলাম, পারভিন আক্তার ও বিষ্ণুপদসহ মোট ১৮ জন। আহতদের মধ্যে নুরজাহান ও পারভীন আক্তারের অবস্থা আশংকাজনক। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থাণীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস (যার নং-সাতক্ষীরা-জ-০৪-০০২৩) যশোরের দিকে যাওয়ার সময় পথিমধ্যে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কলারোয়া উপজেলার তুলসিশীডাঙ্গা নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা চারা মাছ ভর্তি একটি পিকআপের (যার নং-খুলনা মেট্রো-ন-১১-১৮০৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারে একটি গ্লাসের দোকানের মধ্যে ঢুকে যায়। এসময় কমপক্ষে ১৮ জন আহত হয়। আহতদের স্থাণীয়রা দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, আহত ১৮ জনের মধ্যে নুরজাহান ও পারভীন আক্তারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here