যশোরের কচুয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিকের বাড়ি ডাকাতি; ৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট।

0
218

রাসেল মাহমুদ।। যশোরে সাংবাদিকের বাসায় অস্ত্রের মূখে জিম্মি করে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এসময় নগদ টাকা, স্বর্ণলঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দীন তুহিন প্রেসক্লাব রূপদিয়ার সদস্য ও বিশিষ্ট (মোটরসাইকেল পার্টস) ব্যবসায়ী।শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কচুয়া ঘাটকুল পাড়াস্থ সাংবাদিক তুহিনের বাসায় এ ঘটনা ঘটে। সাংবাদিক রিয়াজ উদ্দীন তুহিন জানান, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া ঘাটকুল পাড়ার তার নিজ বাড়িতে আনুমানিক রাত ৩ টার দিকে পশ্চিম পাশের রান্নাঘরের লোহার গ্রীল কেটে অজ্ঞাত পরিচয়ধারী ৩/৪ জন ব্যক্তি তার শয়ন কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। গভীর রাতে দরজা খোলার শব্দে সাংবাদিক দম্পতির ঘুম ভেঙ্গে গেলে পরিস্থিতি বুঝে ওঠার আগে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলন। এ সময় তারা আলমারিতে রক্ষিত নগদ প্রায় ২ লক্ষাধিক টাকা, ৫ ভরি ওজনের স্বর্ণলঙ্কার, ২টি এন্ডোয়েট মোবাইল সেট লুটে নেয়। তুহিন আরো জানায়, ডাকাত’রা সকলে যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। এসময় তারা প্রায় ৩০ মিনিট ব্যাপী অবস্থান করে লুটের পাশাপাশি আসবপত্র ও কাপড়চোপড় তছনছ করে দ্রুত বেরিয়ে যায়। পরে তারা চলে গেলে মুক্ত হয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এঘটনায় ভুক্তভুগি রিয়াজ উদ্দীন তুহিন যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here