সাফ মহিলা চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারের সদস্যদের সাতক্ষীরায় সংবর্ধনা

0
198

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনের অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারের সদস্যদের সাতক্ষীরায় সংবর্ধনা দেয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও গোলমেশিন খ্যাত সাবিনা খাতুন ও তার মা ফাতেমা খাতুন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, প্রেসকাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশারাফুজ্জামান আশু প্রমুখ।
এম রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির এ সময় সাবিনা ও তার মাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে দুটি ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা প্রদান করেন। তারা এ সময় সাবিনার বাড়ির রাস্তা সংস্কার, তার বাড়ি তৈরীর জন্য জমি, বোন শিরিনার চাকুরীর ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় তারা সাবিনার কোচ প্রয়াত আকবর আলীর পরিবারকেও সহযোগিতার আশ^াস দেন। এছাড়া সাবিনার এক প্রর্শেন জবাবে তারা নারী খেলোয়াড়দের জন্য আলাদা মাঠের ব্যবস্থাসহ নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন তারা। এমপি রবি এ সময় সাবিনাকে তার ব্যক্তিগত তহবিল থেকে ৩ লাখ টাকা প্রদানের আশ^াস দেন।
সাবিনা খাতুন তাঁর প্রয়াত পিতা সৈয়দ আলী ও প্রয়াত গুরু আকবর আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার অনুভুতি ব্যক্ত করে বলেন, আমি গর্বিত, আমি আনন্দিত। আমার নিজ জেলা সাতক্ষীরায় আমাকে যেভাবে সংবর্ধিত করা হলে তা চির স্মরনীয় হয়ে থাকবে। সাতীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করছে। তিনি এ সময় সাতক্ষীরার নারী ফুটবলারদের জন্য তার নিজ প্রতিষ্ঠান ওয়ারিয়র স্পোর্টস একাডেমির মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান নারী ফুটবলার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here