সাতক্ষীরা প্রতিনিধি ঃ ‘‘উন্নয়নের কোন শেষ নেই। এটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের সকল স্থানে সমানভাবে উন্নয়ন করছেন। ওয়েবসাইটে প্রকাশ হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় যদি কোন অমুক্তিযোদ্ধার নাম থাকে তবে তা তদন্ত করে বাদ দেওয়া হবে।’’। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার সিটি কলেজ মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এর আগে গতকাল রাত ৮টার দিকে সাতক্ষীরায় এসে পৌছান। তারপর সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।
আকম মোজাম্মেল হক আরও বলেন, ‘‘নির্বাচন নিয়ে ভাবার কিছু নেই। আমরা গনতান্ত্রিক দল। প্রতি পাঁচ বছর পরপর আমরা নির্বাচনে আসি। জনগন রাষ্ট্রের মালিক, তাদের কাছে আমরা পরীক্ষার সম্মুখীন হবো। আমরা যেভাবে জনগনের পাশে থেকেছি তাতে আশা করি জনগন আমাদের বিবেচনায় নিবেন’’।
উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা। উল্লেখ্য, সাতক্ষীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ২ কোটি ৯১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে সম্প্রতি নির্মান করা হয়েছে। আজ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সেটির উদ্বোধন করলেন।















