সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউপি চেয়ারম্যান কর্তৃক এক নির্মাণ শ্রমিকের বাড়িঘর ভাংচুর ও দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0
391

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ইউপি চেয়ারম্যান কর্তৃক এক নির্মাণ শ্রমিকের রেকর্ডীয় বাড়িঘর ভাংচুর ও অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পাটকেলঘাটা চৌরাস্তা মোড়ে ৭টি সংগঠনের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, তালা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু দাউদ, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকরা রক্ত পানি করে জীবিকা নির্বাহ করে। নির্মাণ শ্রমিক নেতা সুজাউদ্দীন কুমিরায় মাত্র ২শতক জমি ক্রয় করে বাড়িঘর ও দোকান নির্মাণ করেছেন। কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তার ভাড়াটিয়া লোকজন দিয়ে ওই বাড়িঘর ও দোকান ভাংচুর করে অবৈধভাবে তা দখল করেছেন। যা খুবই দুঃখজনক। বক্তারা এ সময় অবিলম্বে নির্মান শ্রমিক নেতা সুজার সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here