সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

0
201

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা, ত্রিশমাইল ও বিনেরপোতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে এ সময় নেতৃত্ব দেন, সড়ক ও জনপথের খুলনা জোনের ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় সড়ক ও জনপথ সাতক্ষীরার উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ জিয়াউদ্দীন তার সাথে ছিলেন।
অনিন্দিতা রায় বলেন, পাটকেলঘাটা থেকে কালিগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজ থেকে তিনদিন উচ্ছেদ অভিযান চলবে। অভিযান শেষে রাস্তার দুধারে সীমানা পিলার বসানো হবে। যাতে সওজের জায়গা কেউ অবৈধভাবে দখল করতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here