সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাফ ফুুটবল চ্যাম্পিয়ান নারী ফুুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিন তার নিজ বাড়ী সাতক্ষীরায় আসার পর সেখানে চলছে আনন্দের বন্যা। জয়ের পর সংবর্ধনার জোয়ারে উদ্ভাসিত মাসুরাকে পেয়ে বাড়ির সদস্যরা বেজায় খুশি। তাদের এ সাফল্যের জন্য ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা অগ্রণী ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সাফ ফুুটবল চাম্পিয়ান নারী ফুুটবল দলের ডিফেন্ডার মাসুরা।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে সাতক্ষীরা শহরের অদুুুরে বিনেরপোতা এলাকায় বাংলাদেশ নারী দলের খেলোয়াড় মাসুরা খাতুন তার নিজ বাড়ীতে আসেন। সাফ জয়ের পর বাংলাদেশের রাজধানী ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানের সংবর্ধনায় শিক্ত হন মাসৃুরারা। বাড়িতে আসায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা। তবে, আগামী রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে সংবর্ধনা।
মাসুরার ছোট বোন সুরাইয়া জানান, বোনেরা এতবড় সাফল্যের পর বাড়িতে পেয়ে আনান্দে আত্মহারা। তাকে নিয়ে বেড়াতে যাবে, পিজ্জা কাবে, মেলায় ঘুরবে, কেনাকাটা করবে।
মেঝ বোন সুমাইয়া জানালো তার সাফলতায় ও অনুপ্রেরণায় পরিবারে আনান্দের শেষ নেই। তার সফলতায় বাংলাদেশে যেমন সুনাম বয়ে এনেছে, তেমনি তাদের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে।
মাসুরার বাবা রজব আলী জানান, তার বড় মেয়ে মাসুরা সাফ চ্যাম্পিয়ন ফুটবল জয় করে বাড়িতে এসেছে। এখন আনন্দের কথা বলে শেষ করা যাবে না। তার এ সাফল্যের জন্য যার সবচেয়ে বড় ভূমিকা ছিল তিনি প্রয়াত কোচ আকবর আলী। সেই জোর করে মাসুরাকে নিয়ে গিয়েছিল এই খেলায়। তিনি মেয়ের মেয়ের জন্য যেমন গর্বিত, তেমনি তাকে এই পর্যায়ে নিয়ে আসার দাবিদার কোচ আকবর আলীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাড়িতে এসে বাংলাদেশ নারীফুটবল দলের ডিফেন্ডার মাসুরা খাতুন জানান, দীর্ঘদিন পর বাড়িতে এসে আনন্দে দিশাহারা। কান্ত শরীরে পিতা মাতা আর বোনেদের নিয়ে অনেক খুশি। তার অভিব্যাক্তির সাথে সাথে এ সাফল্যের জন্য ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা অগ্রণী ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সাফ ফুুটবল চাম্পিয়ান নারী ফুুটবল দলের এই ডিফেন্ডার।
এদিকে, আগামী রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরাকে দেয়া হবে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তাকে জানানো হবে ফুলেল শুভেচ্ছা।















