বেনাপোলে ইয়াবাসহ যুবক আটক

0
216

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোলে সাব্বির হোসেন শান (২১) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
সে বেনাপোল ছোটআঁচড়া (পূর্বপাড়া) এলাকার শাহাজান হাজির ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বেনাপোল তালশারী দিঘীরপাড় মিলনের তেল পাম্পের সামনে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাকে আটক করেন। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, ইয়াবাসহ আটক সাব্বির নিজে একজন মাদক সেবী। মাদক সেবনের পাশাপাশি সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী করে আসছিলো। আজ সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাব্বির ইয়াবা নিয়ে বেনাপোল মিলনের পাম্পের সামনে অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here