আদালতের ১৮৮ ধারা নির্দেশ উপেক্ষা করে অন্যের জমিতে জোর পূর্বক ঘর নির্মানের পায়তারা

0
979

প্রতিনিধি কালিগঞ্জ, সাতক্ষীরা: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের আলহাজ্ব পিয়ার আলী গাজীর বড় ছেলে মোঃ আঃ কালাম আজাদ ও তার ছেলে মাসুদ রানা বার বার আদালত অবমাননা করে মোঃ আব্দুস সালামের বসত ভিটা ১তলা বিল্ডিং সহ ১৫ শতক জমিতে ১৪৫ ধারা ভাঙ্গ করে ঘর তৈরী করছে। আদালত গত ইং-০৪/০৯/২০২২ তারিখে ১৮৮ ধারায় আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ নির্দেশ দেন। এ এস আই শেখ নুরুন্নবী (নিঃ) কালিগঞ্জ থানা সাতক্ষীরা সরেজমিনে তদন্ত করে সত্যতা পান। ১। মোঃ আবুল কালাম আজাদ, ২। মোঃ বাবুল হোসেন, পিং-মোঃ পিয়ার আলী গাজী, ৩। মোঃ মাসুদ রানা, পিং- আবুল কালাম আজাদ, সর্ব সাং-ধলবাড়িয়া, থানা কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা গনের বিরুদ্ধে পেনাল কোড ১৮৮ দারার আদালতের বিচারের নিমিত্তে কালিগঞ্জ থানার নন এফ আই আর প্রসিকিউশন নং-৯৬/২২(কালি)১৮/০৯/২০২২ ইং ধারা-১৮৮ পেনাল কোর্ড বিজ্ঞ আদালতে দাখিল করেন। উক্ত মামলার নোটিশ পাওয়ার পরেও মোঃ আবুল কালাম আজাদ ও মাসুদ রানা গড়ত ৭/১০/২০২২ তারিখে মনি রাজ মিস্ত্রি, পিং-মৃত ফকির আলী, গ্রাম-ধলবাড়িয়া কে নিয়ে রড সিমেন্ট দিয়ে টিনের ঘরের পাশে কলমের বেজ তৈরী করে। উল্লেখ থাকে আইন অমান্য করে নিজের ইচ্ছামত অন্যের জমিতে ঘর তৈরীর কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here