সাতক্ষীরার কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ-২০২২ অনুষ্ঠিত

0
205

ভ্রাম্যমান প্রতিনিধি : সাতক্ষীরার কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় স্কুল প্রাঙ্গণে বসেছিল প্রাণের মেলা।
দিনটি ছিল প্লে ও কেজি গ্রুপের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ। করোনায় থমকে যাওয়া স্কুলের পড়াশোনায় গতিশীলতা ফিরে আসায় অভিভাবকদের সাথে হয় ও মতবিনিময়। প্রাণবন্ত এই সমাবেশে অভিভাবকদের অতি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী মতামত আগামী দিনে স্কুলের কার্যক্রম আরও গতিময়তা হবে বলে জানান।
হেডটিচার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র টিচার রাফিজা খাতুন। স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সি. টিচার আবু মো. জাকারিয়া, সি. টিচার মো. আমিরুল ইসলাম এবং চেয়ারপার্সন নাসরিন হাসান।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্লে গ্রুপের জনাব আজিজুর রহমান ডিডি এনএসআই, দিনা আক্তার, ব্যাংকার শাহিনুুর রহমান, শিক্ষিকা শাহারিয়া সুলতানা, জুডিশিয়াল পেশকার ইদ্রিস আলী শোভন, সিএন্ডএফ কর্মকর্তা এ এস এম মাকছুদ খান,ডা. সুব্রত ঘোষ এবং ইসলামী ব্যাংক ম্যানেজার শাহানূর আলম।
হেড টিচার রফিকুল হাসান বলেন, অনুষ্টানটি আনন্দ উচ্ছল পরিবেশ ও আলোকিত হয়ে উঠেছে তাঁদের আন্তরিকতায় বলা কথার মালায়।আমরা সবাই অভিভূত। হয়েছি আরও উজ্জীবিত। আগামী দিনগুলোতে আমরা আরও সুন্দর ভাবে কাজ করার অনুপ্রেরণা পেলাম। প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকায় সম্মানিত অভিভাবকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ ও মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here