আন্তজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে বাগেরহাট থেকে আটক করেছে রাজগঞ্জ পুলিশ

0
214

আনিছুর রহমান:- গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের পাশের আড়ৎ থেকে ডাকাতি করে যাওয়ার সময় পথিমধ‍্যে ধাওয়া খেয়ে মালামাল ভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় ডাকাতদলের সদস‍্যরা।। পরে সেখান থেকে মালামাল ভর্তি ট্রাকটি উদ্ধার করে এনে খালি ট্রাক পুলিশের কাছে সৌপর্দ করে আড়ৎ ( ধান পাট) মালিক আসাদুজ্জামান এবং তিনি বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পেক্ষিতে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এর দিকনির্দেশনায় ও মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্বিক সহযোগিতায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইলের পরামর্শে এস আই আশিকুর রহমান ও এএসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা বাগেরহাট থেকে আন্তজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন বাগেরহাট সদর সৈয়দপুর গ্রামের আছির উদ্দীনের ছেলে মো আতিয়ার শেখ,বাগেরহাট চুলকাটি গ্রামের জালাল শেখের ছেলে শফিকুল ইসলাম, রামপাল পবনতলা গ্রামের মল্লিক জয়নালের ছেলে মল্লিক রহমত আলী। ধৃতদের নিয়মিত মামলায় আসামী করে আদালতে প্রেরন করেছেন। যার মণিরামপুর থানার মামলা নাম্বার ৩/২২০, তারিখ ৪-১০-২২। এ বিষয়ে এসআই আশিক জানান, আড়ৎ লুট ও চুরির অভিযোগে উপরীমহলের নির্দেশে তথ‍্য প্রযুক্তি ব‍্যবহার করে এক বিশেষ মুহুত্বের অভিযানে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন ধৃত আসামীদের নামে ডাকাতি মামলা সহ অনেক মামলা রয়েছে। তারা আন্তজেলা ডাকাতদলের সক্রিয় সদস‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here